নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে ব্যাপক টানাপোড়নে পড়েছে বিএনপি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে এ কথাই বলে আসছেন প্রধান উপদেষ্টা এবং তার দফতর। যা দিয়ে পুরোপুরি আশ্বস্ত নয় বিএনপি। তাই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বুধবার (১৬ এপ্রিল) বৈঠক করবে দলটি।
নেতারা বলছেন, বুধবারের (১৬ এপ্রিল) বৈঠকে আশ্বস্ত হলে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে দলটি। আর ফলাফল অন্যরকম হলে রোডম্যাপ চেয়ে কর্মসূচিতেও যেতে পারে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামীকাল (১৬ এপ্রিল) দুপুর ১২টায় এই বৈঠক হবার কথা।
সামাজিক মাধ্যমে একটি গোষ্ঠী আবদার করছেন, তারা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান ডক্টর ইউনূসকে। এমন মনবাসনা নিজের পোস্টে লিখেছেন নাগরিক পার্টির সারজিস আলম।
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টাও কথাচ্ছলে বলেছেন, অনেকেই চান এ সরকার ৫ বছর পর্যন্ত থাকুক। বিষয়গুলো আরও অস্বস্তি তৈরি করেছে বিএনপি শিবিরে। যা সরকারের প্রেস নোটেও কাটেনি।
পরিস্থিতি যখন এই; তখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ভোটের সুনির্দিষ্ট সময় ইস্যুতে তারা জানতে চাইবেন প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে। হতাশা-অবিশ্বাস দূর করতে বুধবারই বসছেন তারা।
বিনিয়োগবার্তা/ডিএফই//