Barcelona in Semi Final in Champions League

৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট: চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৪-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। তবে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারে কাতালানরা। মোট দুই লেগ মিলিয়ে বার্সেলোনা ৫-৩ ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

অবশেষে, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনা উঠলো ছয় বছর পর। ম্যাচ শুরু হয় বরুশিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল এদুনা পার্কে। ম্যাচের ১১ মিনিটেই গোলকিপার ভয়েচেক সেজনির ফাউলের কারণে পেনাল্টির বাঁশি বাজে বার্সেলোনার বিপক্ষে। যে পেনাল্টি থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সেরহু গিরাসি। ফলে ম্যাচের প্রথমেই পিছিয়ে পড়ে হানসি ফ্লিকের শীর্ষরা।

দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-১ থাকায় তখনো অতটা দুশ্চিন্তার কারণ ছিল না বার্সেলোনার। এভাবেই এক গোল খেয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।

বিরতির পর বার্সাকে আরও চাপে ফেলে ডর্টমুন্ড। ম্যাচের ৪৯তম রামি বেনসেবাইনির হেড পাস থেকে হেডে বল জালে জড়ান গিরাসি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-২। তবে ৫৩তম মিনিটেই একটি গোল পেয়ে যায় বার্সেলোনা। ব্যবধান বেড়ে ৫-২ পৌঁছায়।

ম্যাচের ৭৫তম মিনিটে ডর্টমুন্ডের হয়ে আরেকটি গোল করেন গিরাসি। স্কোরলাইন ৫-৩ ব্যবধানে এনে সমতার জন্য মরিয়া চেষ্টা ছিল ডর্টমুন্ডের। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচ জিতেও দুই লেগের স্কোরলাইনে হতাশা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয় ডর্টমুন্ডকে। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)