জুলাইয়ে সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করবে ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত টাইমলাইন ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জুন-জুলাই মাসের মধ্যে এ-সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষে নির্বাচনের সময় নিয়ে বিএনপির অসন্তোষ প্রকাশের প্রেক্ষাপটে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘এ কমিশন শপথ নেয়ার পর থেকেই নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। সেই পরিকল্পনার অংশ হিসেবে সংসদীয় আসন পুনর্বিন্যাসে প্রশাসনিক নাম পরিবর্তনের কাজ চলছে। ভোটার তালিকার কাজ শেষ পর্যায়ে, আর দলগুলোর নিবন্ধনের কাজেও আমরা একটা পর্যায়ে পৌঁছেছি।’
আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনের সংশোধনী পেলে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের কাজ মাস তিনেকের মধ্যে শেষ করা সম্ভব। আগামী তিন মাসের মধ্যে ওয়ার্কপ্ল্যানের প্রাথমিক কাজ আমরা শেষ করতে পারব। আশা করি, মুদ্রিত কর্মপরিকল্পনা—যেটি সাধারণত নির্বাচনের আগে ইসি প্রকাশ করে—তা জুন-জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে পারব ‘
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে কমিশনার জানান, ‘এ পর্যন্ত তিনটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং অনেকেই সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে। ২০ এপ্রিল আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। গত কমিশনের সময়ে প্রায় ১০০টি আবেদন জমা পড়েছিল।’
নিবন্ধিত দলগুলোকে নিয়ে মতবিনিময়ের পরিকল্পনার কথা জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘নিবন্ধিত দলগুলোকে নিয়ে আমরা যেন বসতে পারি, সে জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিবন্ধন কার্যক্রম শেষ করতে ছয় মাস সময় লাগে। যেহেতু সরকার ঘোষিত টাইমলাইন অনুযায়ী আমরা কাজ করছি, তাই আশা করছি ২০ তারিখের মধ্যেই নিবন্ধনের আবেদন পাব এবং যথাসময়ে কাজ শেষ করতে পারব।’
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাত সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি; তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।
বিনিয়োগবার্তা/এসএএম//