Kasmir

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৬

ডেস্ক রিপোর্ট: ভারতশাসিত কাশ্মীরের জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্রে সন্ত্রাসীদের গুলিবর্ষণে অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ ভারতীয় পর্যটক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

হিমালয়ের কোলে অবস্থিত পেহেলগামে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে এ হামলার ঘটনা ঘটে। স্থানটি ‘ভারতের সুইজারল্যান্ড’ বলে পরিচিত। 

পুলিশ জানিয়েছে, পেহেলগাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বৈসারান নামক পাহাড়ি উপত্যকায় বন্দুকধারীরা পর্যটকদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। নিহতেরদ অধিকাংশই মহারাষ্ট্র ও কর্নাটকের বাসিন্দা।

ভারতশাসিত কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ‘গত কয়েক বছরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এত বড় হামলা দেখা যায়নি।’ ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘হামলাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংকল্প অটুট এবং তা আরো শক্তিশালী হবে’ মোদি জানান, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি সুরক্ষা বৈঠক করতে কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরে গেছেন।’

পুলিশ জানিয়েছে, একাধিক পর্যটককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এলাকাটি সেনাবাহিনী ঘিরে রেখেছে, চেকপোস্টে গাড়ি থামানো হচ্ছে। হামলাকারীদের খুঁজতে অভিযান চলছে। অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ‘ঘটনাস্থলে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে’।


জম্মু ও কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিদি কুমার বারদি বিবিসিকে বলেন, ‘যে এলাকায় গুলিবর্ষণ হয়েছে, সেখানে গাড়ি যেতে পারে না।’


বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)