বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ 

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের হাহাকার ও আর্তনাদ

বিএসইসি চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজধানীতে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মতিঝিলে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হন সংগঠনের নেতাকর্মী ও অসংখ্য বিনিয়োগকারী।

বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, “খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজারের প্রকৃত অবস্থা বোঝেন না। শুধু সাধারণ বিনিয়োগকারীরাই নয়, সাবেক স্বনামধন্য চেয়ারম্যানরাও আজ তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। তাই তার অপসারণ সময়ের দাবি।”

বিক্ষোভকারীরা আরও দাবি করেন, বিএসইসি চেয়ারম্যানের নীতিনির্ধারণী ব্যর্থতা এবং বাজার বিষয়ে দুর্বোধ্য অবস্থান শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তাদের বিশ্বাস “চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ বা অপসারণই বাজারে আস্থা ফিরিয়ে আনতে পারে।”

মতিঝিল এলাকা কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে স্লোগানে স্লোগানে। এসময় পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত এক বিনিয়োগকারী আর্তনাদ করে বলেন, বাঁচাও শেয়ারবাজার বাঁচাও।
বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)