কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন
এখন মোবাইল রোমিংয়ের বিল টাকায় পরিশোধ করতে পারবেন বিদেশ ভ্রমণকারীরা
নিজস্ব প্রতিবেদক: বিদেশ ভ্রমণে বাংলাদেশীদের রোমিং বিল টাকায় নিতে মোবাইল অপারেটরদের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভ্রমণকারীদের রোমিং পরিষেবা সহজ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে গ্রাহকের কাছ থেকে মোবাইল অপারেটররা টাকায় বিল নিতে পারবে। এতে প্রতিবার ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং প্রতি বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বিল পেমেন্ট করা যাবে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের নির্দেশিকা-২০১৮ এর ১ নং খণ্ডের ১৮, ১৯ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশে মোবাইল অপারেটরদের মোবাইল ফোন রোমিং পরিষেবা ব্যবহারের বিল পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করার অনুমতি রয়েছে। এখন থেকে আবাসিক বাংলাদেশী ভ্রমণকারীদের রোমিং পরিষেবা সহজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে বাংলাদেশের মোবাইল অপারেটররা একজন গ্রাহকের কাছ থেকে টাকায় পেমেন্ট গ্রহণ করতে পারবে। এতে প্রতি ট্রিপে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং এক ক্যালেন্ডার বছরে ৩০ হাজার টাকা পেমেন্ট করা যাবে।
তবে এ সেবা সক্রিয় করতে মোবাইল অপারেটরদের কিছু নির্দেশনা মানতে হবে। তার মধ্যে রয়েছে, একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহারের জন্য উল্লিখিত সীমা অতিক্রম করা যাবে না; ভ্রমণকারীর বৈধ ভিসা এবং টিকিট থাকতে হবে; ভ্রমণের এক সপ্তাহ আগে রোমিং পরিষেবা সক্রিয় করতে হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//