বিসিএস BCS

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছে সরকার। সোমবার (২৮ এপ্রিল) তথ্য অধিদপ্তরের তথ্যবিবরণীতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (২৭ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ কমিশন সদস্য ও কর্মকর্তা এ নিয়ে মুখে কুঁলুপ এঁটেছেন। তারা এ নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি।

তাছাড়া সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত পিএসসি তাদের ওয়েবসাইটে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তা পেছানোর দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি- ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হোক।

অন্যদিকে পিএসসি জানায়, তারা চারটি বিসিএস নিয়ে জটে পড়েছেন। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে না নিলে এ জট আরও বাড়বে। ফলে তারা প্রার্থীদের দাবি সত্ত্বেও ৮ মে থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠানে সব প্রস্তুতি নিয়েছিল।

তবে চাকরিপ্রার্থীদের টানা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সড়ক ও রেলপথ অবরোধসহ নানা কর্মসূচির মুখে অবশেষে ৪৬তম বিসিএস পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসিস।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)