এপেক্স ফুটওয়্যারের মৃত চেয়ারম্যানের শেয়ার হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের অন্যতম উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীদেরকে হস্তান্তর করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সৈয়দ মঞ্জুর এলাহী চলতি বছরের ১২ মার্চ মৃত্যুবরণ করেন। ওই সময় তার কাছে থাকা কোম্পানির মোট ১১ লাখ ৫০ হাজার ৪৯৫টি শেয়ার তার উত্তরাধিকারী দুই সন্তানের নিকট হস্তান্তর করা হয়েছে।
কোম্পানির উদ্যোক্তা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর (ছেলে) এবং কোম্পানির পরিচালক মুনিজ মঞ্জুর (মেয়ে) সমান অনুপাতে, প্রত্যেকে ৫০ শতাংশ শেয়ার পেয়েছেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//