British Council Youngsters Priority Interim Government

তরুণদের দক্ষতা উন্নয়ন জাতীয় অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনসংখ্যার ৬০ শতাংশের বেশি ৩৫ বছরের নিচে। বিশাল এ তরুণ জনগোষ্ঠী দেশকে অসাধারণ সম্ভাবনা এনে দিতে পারে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দক্ষতা ও উন্নয়নকে জাতীয় অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার।

ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে সোমবার (১২ মে) দিনব্যাপী ‘নিয়োগযোগ্যতা: শিক্ষা ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের স্নাতকদের কর্মসংস্থানে প্রবেশের যোগ্যতা ও কর্মজীবনের জন্য প্রস্তুতি কেমন হওয়া উচিত, তা ছিল সেমিনারের মূল আলোচ্য বিষয়। এতে নীতিনির্ধারক, শিক্ষা বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রক্রিয়া গড়ে তোলা, যা গ্র্যাজুয়েটদের আজকের দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা অর্জনে সহায়তা করবে। এটি বিশ্বব্যাপী বিশেষ করে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের অগ্রাধিকার পুনর্ব্যক্ত করে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, গ্র্যাজুয়েটদের কেবল ডিগ্রি নয়, বাস্তব অভিজ্ঞতা, শিল্পখাতের সঙ্গে সংস্পর্শ ও ডিজিটাল দক্ষতাও প্রয়োজন। আমরা তরুণদের কারিগরি জ্ঞান, সফট স্কিল, ডিজিটাল লিটারেসি ও কর্মস্থলের অভিজ্ঞতা দিয়ে প্রস্তুত করতে কাজ করে যাচ্ছি, যেন তারা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে পারে।

সেমিনারে মূল বক্তা ছিলেন ইংলিশ ফর ইন্টারন্যাশনাল ওয়ার্কপ্লেসের লার্নিং কনসালট্যান্ট ইভান ফ্রেন্ডো ও সাবেক ডেপুটি চিফ অব পার্টি আলমীর আহসান আসিফ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘শ্রেণিকক্ষ থেকে কর্মক্ষেত্র: সমন্বিত উদ্যোগে দক্ষতা গড়ে তোলা’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে অংশ নেন মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিকল্পনা উইংয়ের সহকারী পরিচালক জেসমিন আরা, মন্নো ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রভাষক বেনাজির এলাহী মুন্নি ও কমনওয়েলথ স্কলার ও উন্নয়নকর্মী তানজিলুত তাসনুভা।

অনুষ্ঠানে ফোকাস গ্রুপ আলোচনার উপস্থাপনা ও তরুণদের কণ্ঠ নামে আরও দুটি সেশন ছিল। নেটওয়ার্কিং সেশন দিয়ে শেষ হয় এ সেমিনার। শেষ সেশনে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়, চাকরিদাতা ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
 
বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)