যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি
যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা যাতে আসন্ন সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে।
মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সংগঠনটির প্রতিনিধি দল হাইকমিশনার আবিদা ইসলামের সাথে আলোচনা করেন ও স্মারকলিপি দেন।
প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ এর তরফ থেকে হাইকমিশনার আবিদা ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির আহবায়ক জাস্টিস বেলায়েত হোসেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অধ্যাপক ইউনূস এর নেতৃত্বে গঠিত অন্তবর্তীকালিন সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে।
প্রবাসীদের ভোটাধিকার সহজ এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সংগঠনের নেতৃবৃন্দ হাইকমিশনের কাছে ভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। এসময় তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাইকমিশনার আবিদা ইসলাম এবং মিনিস্টার (কনস্যুলার) ব্রিগেডিয়ার জেনারেল রকিব উদ্দিন খান।
হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, প্রবাসীরা যাতে আগামী নির্বাচনে ভোট দিতে পারে সেজন্য বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে আন্তরিকতার কোন ঘাটতি নেই।
বিনিয়োগবার্তা/শামীম//