ইবিএল সিকিউরিটিজে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশব্যাপি ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের আওতায় বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করেছে পুঁজিবাজারের অন্যতম স্টেক হোল্ডার ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।

শনিবার (২৯ জুলাই) সিকিউরিটিজ হাউজটির প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলে বিনিয়োগকারীদের অংশগ্রহণে এই ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো: ছায়েদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল সিকিউরিটিজের চীফ অপারেটিং অফিসার (সিওও) মো: হুমায়ুন কবির। এছাড়া হেড অব বিজনেস আহসান হাবীব এবং হেড অব রিসার্চ শাহরিয়ার ফায়েজ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৯ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)