প্রকাশ হলো সাফা-সিয়ামের ‘মিথ্যে গল্প’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রকাশিত হলো সাফা কবির ও সিয়াম আহমেদের মিউজিক্যাল ফিল্ম ‘মিথ্যে গল্প’। যার মাধ্যমে প্রথমবারের মতো তারা জুটি বাঁধলেন কোনও গানের মিউজিক ভিডিওতে।

সেতু চৌধুরীর কথা-সুর-সংগীতে গানটি গেয়েছেন নাহিদ মেহেদী। ভিডিওটি পরিচালনা করেছেন প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক।

‘মিথ্যে গল্প’ ২৭ জুলাই রাতে প্রকাশ পায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে। প্রকাশের ১২ ঘণ্টার মাথায় এটি অতিক্রম করে ৭১ হাজার ভিউয়ার।

নিজের প্রথম মিউজিক ভিডিও প্রসঙ্গে সাফা বলেন, “ভিডিওর প্রতি খুব একটা আগ্রহ ছিলো না আমার। তাই অসংখ্য অফারের পরেও এ পর্যন্ত করা হয়নি। তবে কিছু কিছু গানের কথা-সুর-কণ্ঠ এমন থাকে যে গানটার সাথে ‘লাভ এট ফার্স্ট লিসেনিং’ হয়ে যায়। ‘মিথ্যে গল্প’র ক্ষেত্রেও আমার ঠিক তাই হয়েছে। এ ছাড়া সিয়াম এবং আমার এটাই প্রথম মিউজিক্যাল ফিল্ম। খুবই উচ্ছ¡সিত আমি গানটি প্রকাশের পর, প্রচুর উইশ পাচ্ছি।’’

এদিকে, সিয়াম আহমেদ অবশ্য তার অনুভূতি ব্যক্ত করেন ভিন্নভাবে। তার মতে, কখনো কখনো একটা নাটক, শর্টফিল্ম এর চাইতেও মিউজিক্যাল ভিডিওতে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং। মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দর্শকের হৃদয়গ্রাহী একটা গল্প সাজানো কিংবা তাতে অভিনয় করে ফেলা কখনোই সহজ কাজ নয়। তার মতে, ‘‘মিথ্যে গল্প’ শুধুমাত্র নির্মাণ ও গল্পের গাঁথুনি দিয়ে সহজ করে ফেলেছেন পরিচালক পলক। গানটিও এক কথায় অসাধারণ। সাফার সাথে প্রথম কাজ, তাই প্রতিটি মূহুর্ত আমাদেও জন্য অনেক মজার ছিল।’’

গানের শিল্পী নাহিদ মেহেদী বলেন, ‘‘মিথ্যে গল্প’র যে আবেদন, আবেগ তা শ্রোতাদের ছুঁয়ে যাচ্ছে, গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে স্পষ্ট অনুভব করছি। আমার প্রথম গান ‘হারালো অজানায়’ এর সফলতার সূত্র ধরে এবারও আশা করছি শ্রোতা-দর্শক-সমালোচকদের পূর্ণ সমর্থন পাবো। ধন্যবাদ সিএমভি, সাফা ও সিয়ামকে। আমার গানটিকে বিশ্বাস করার জন্য।’’

(এমআইআর/ ২৯ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)