কুমিল্লায় মাসব্যাপি সেবা কার্যক্রম শুরু করল ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কুমিল্লায় মাসব্যাপি সেবা কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাইজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড (বিইএসএল)। চলতি আগস্ট মাসব্যাপি ব্রোকারেজ হাউজটির কুমিল্লা শাখায় এই কার্যক্রম চলবে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতার জন্য এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মাঝে প্রতিষ্ঠানের সুনাম বাড়ানোর লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। কুমিল্লা শাখা দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন হলেও শিগগির দেশব্যাপী বিইএসএলের সব শাখায় এই সেবা কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো: সাখাওয়াত হোসাইন।
বিইএসএল জানায়, সেবা মাসব্যাপী বিনিয়োগকারীদের জন্য স্ক্রাচ কার্ড এবং র্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ সম্পর্কিত সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন তারা। সেমিনারে অংশ নিতে আগ্রহীদের কোনো ধরনের ফি পরিশোধ করতে হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগকারী এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফ এম. এ. রহমান।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের অন্য যেকোন স্টক ব্রোকারের তুলনায় ব্র্যাক ইপিএল ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকে। এসব কর্মকান্ড নিরলসভাবে সফল করার জন্য তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান। আগামীতেও এ ধরনের কর্মকান্ডে সহযোগিতা করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
(রনক/শামীম/ ০১ আগস্ট ২০১৭)