‘ক্ষুদ্র বিনিয়োগকারীদের জ্ঞান বৃদ্ধির জন্যই বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘বিনিয়োগ শিক্ষা কার্যক্রম দেশের পুঁজিবাজার চাঙ্গা বা শেয়ারের দর বৃদ্ধির জন্য নয়; বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগ বিষয়ে জ্ঞান বৃদ্ধির জন্য।’

বৃহস্পতিবার পল্টনে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি কার্যালয়ে বিনিয়োগকারীদের নিয়ে এক প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ কথা বলেন।

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্ট এবং আইডিএলসি সিকিউরিটিজ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে সাইফুর রহমান বলেন, আমরা পুঁজিবাজারে শেয়ারের দর বৃদ্ধির জন্য সারা দেশে এই বিনিয়োগ শিক্ষা প্রোগাম করছি না। মূলত বিনিয়োগের আগে একজন বিনিয়োগকারীর কী ধরণের জ্ঞান থাকা দরকার- তার প্রাথমিক ধারণা প্রদান করছি মাত্র। কারণ উপার্জিত অর্থ কোথায় বিনিয়োগ হচ্ছে এ ব্যাপারে ধারণা না থাকলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি।

তিনি বলেন, বিনিয়োগের ঝুঁকি না জেনে ভুল বিনিয়োগ করলে অনেকসময় তা আত্মহত্যার শামিল হয়ে দাঁড়ায় ।তাই বিনিয়োগের আগে জানতে হবে। জানতে হবে কোন খাতে বিনিয়োগ আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী ঋণের জন্য পুঁজিবাজারে বড় প্রতিষ্ঠানগুলোকে আসতে হবে। বিশেষ করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে পুঁজিবাজার সমৃদ্ধির বিকল্প নেই।

এসময় পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি রিসার্চ টিমের প্রধান কাজী মনিরুল ইসলাম। তিনি তার উপস্থাপিত প্রবন্ধে বলেন, না বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত নয়। এক্ষেত্রে যতটুকু জ্ঞান থাকে ততটুকু ঝুঁকি নেওয়া উচিত।

তিনি বলেন, যার যে খাতের কোম্পানিগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে; তার সেই খাতে বিনিয়োগ করতে হবে। যদি এমন হয় একজন বিনিয়োগকারী শুধু একটি খাতের ব্যবসা সম্পর্কে ভালো জানে। তবে তাকে ওই খাতের কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। কারণ তিনি ওই খাতের ঝুঁকি সম্পর্কেও জানেন।

এসময় তিনি বিনিয়োগের বিভিন্ন দিক ও এর ঝুঁকি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান এবং আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন বক্তব্য রাখেন। এসময় প্রতিষ্ঠান ২টির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৪ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)