রুটস ইনভেস্টমেন্টের বিনিয়োগ শিক্ষা কর্মশালা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা করেছে রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আর কে মিশন রোডে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুজিবাজার সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিই ছিল এ কর্মশালার মূল লক্ষ্য।

রুটস ইনভেস্টমেন্ট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নোমানুর রশীদ পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন দিক তুলে ধরেন। কিভাবে বিনিয়োগ করলে ঝূঁকি কমানো সম্ভব; নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে কোন ধরণের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে; এসব নানা বিষয়ে আলোকপাত করেন তিনি।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন রুটস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সারওয়ার হোসেন। কর্মশালাটি পরিচালনা করেন কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নোমানুর রশীদ।

এছাড়াও কর্মশালায় কোম্পানির উপদেষ্টা মো. জিয়াউল হক খোন্দকার এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৪ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)