রোহিঙ্গাদের জন্য ৫৩ টন ত্রাণ পাঠাল ভারত

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: রোহিঙ্গাদের জন্য ৫৩ টন ত্রাণ পাঠিয়েছে ভারত। এর মধ্যে চাল, ডাল, দুধসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। এর আগে মরক্কো থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠানো হয়। সন্ধ্যা সাতটার দিকে ইন্দোনেশিয়া থেকে আরও দুটি ত্রাণবাহী কার্গো বিমান আসবে।

বৃহস্পতিবার বেলা একটা ১১ মিনিটের দিকে ভারতের ত্রাণবাহী উড়োজাহাজটি এসে পৌঁছায়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ত্রাণ হস্তান্তর করা হবে। সেখানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলাও রয়েছেন।

এর আগে সকালে মরক্কো থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী একটি কার্গো বিমান এসে পৌঁছায়। বিমানটিতে ১৪ টন ত্রাণ ছিল। এগুলোর মধ্যে তাঁবু, কম্বল, ওষুধ, শিশুখাদ্য, ম্যাট্রেস এবং চাল রয়েছে।

বিমানবন্দরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. হাবিবুর রহমান মরক্কো থেকে আসা ত্রাণ গ্রহণ করেন। সেগুলো কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

হাবিবুর রহমান আরও জানান, সন্ধ্যা সাতটার দিকে রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়ার আরও দুটি ত্রাণবাহী কার্গো বিমান আসবে। আগামীকাল শুক্রবার ইন্দোনেশিয়া থেকে আরও দুটি ও ভারত থেকে আরও একটি ত্রাণবাহী উড়োজাহাজ আসবে।

(এমএ/এসএএম/ ১৪ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)