অভিনয় শিল্পী সংঘের নতুন সভাপতি সাচ্চু, সম্পাদক নাসিম
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অভিনয়শিল্পী সংঘের নির্বাচনকে উপলক্ষ করে শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ হয়ে উঠেছিলো উৎসবমুখর। নবীন-প্রবীণ শিল্পীরা এসেছিলেন ভোট দিতে। গতকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃতকলা ভবনে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৬০৮ জন ভোটার ভোট দিয়েছেন। মোট ভোটার ৬৭৬ জন।
কয়েক দফা ভোট গণনার পর আজ (১১ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এস এম মহসিন ফলাফল ঘোষনা করেন।
তিনি জানান, শহিদুল আলম সাচ্চু সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন আহসান হাবিব নাসিম।
নির্বাচন কমিশনার কেরামত মওলা জানান, ‘৯৫ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে।’
এবারের নির্বাচনে ১২টি পদের জন্য ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইতোমধ্যে অর্থসম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন তানিয়া আহমেদ।
সভাপতি পদে সাচ্চু পেয়েছেন ২২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী শহীদুজ্জামান সেলিম পেয়েছেন ১৯৮ ভোট। সাধারণ সম্পাদক পদে নাসিম পেয়েছেন ৩৫১ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দী সিদ্দিকুর রহমান ১১৭ ভোট।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম (৪৩১), জাহিদ হোসেন শোভন (২৮৯) ও তানভিন সুইটি (২৮৩); যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিলন (৩৪০) ও রওনক হাসান (৩৩৮), সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ (৪৪৪) প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর (৩৭৮), দপ্তর সম্পাদক শামস্ সুমন (৪০৩), অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা (২৮৯), আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি (৩৪৫) তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওমর আয়াজ অনি।
কার্যনির্বাহী সদস্যরা হলেন ইন্তেখাব দিনার ৪৮৫, সেলিম মাহবুব ৪৩৩, আহসানুল হক মিনু ৩৯৮, জাকারিয়া বারী মম ৩৬৬, সুজাত শিমুল ৩৫৫, নিকুল কুমার মন্ডল ২৬৪, মুকুল সিরাজ এবং সনি রহমান(যৌথ)।
অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচতি কমিটি :
সভাপতি : শহিদুল আলম সাচ্চু।
সহ-সভাপতি : ১/ আজাদ আবুল কালাম ২/ জাহিদ হোসেন শোভন ৩/ তানভীন সুইটি।
সাধারণ সম্পাদক : আহসান হাবিব নাসিম।
যুগ্ম সাধারণ সম্পাদক : ১/ আনিসুর রহমান মিলন ২/ রওনক হাসান।
সাংগঠনিক সম্পাদক : লুৎফর রহমান জর্জ।
অর্থ সম্পাদক : তানিয়া আহমেদ (বিনা ভোটে নির্বাচিত)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক : ঊর্মিলা শ্রাবন্তী কর।
দফতর সম্পাদক : শামস্ সুমন।
অনুষ্ঠান সম্পাদক : বন্যা মির্জা।
আইন ও কল্যাণ সম্পাদক : শামীমা ইসলাম তুষ্টি।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক : ওমর আয়াজ অনি।
কার্য নির্বাহী পরিষদের সদস্য : ১/ ইন্তেখাব দিনার ২/ সেলিম মাহবুব ৩/ আহসানুল হক মিনু, ৪/ জাকারিয়া বারী মম ৫/ সুজাত শিমুল ৬/ নিকুল কুমার মন্ডল। মুকুল সিরাজ ও সনি রহমান দুজন সমানসংখ্যক ভোট পেয়েছেন।
অভিনয় শিল্পী সংঘের প্রার্থী ছিলেন যারা
সভাপতি : শহিদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম, ডিএ তায়েব ও গোলাম মোস্তফা।
সহ-সভাপতি : আজাদ আবুল কালাম, আদিত্য আলম, ইকবাল বাবু, তারিন জাহান, জাহিদ হোসেন শোভন, তানভীন সুইটি ও রফিকুল্লাহ সেলিম।
সাধারণ সম্পাদক : আহসান হাবিব নাসিম, মীর সাব্বির ও সিদ্দিকুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক : আনিসুর রহমান মিলন, আশরাফ কবির, কামাল হোসেন বাবর, নূর মোহাম্মদ, রওনক হাসান ও সুমনা সোমা।
সাংগঠনিক সম্পাদক : লুৎফর রহমান জর্জ ও শহিদ আলমগীর।
অর্থ সম্পাদক : তানিয়া আহমেদ (বিনা ভোটে নির্বাচিত)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক : ঊর্মিলা শ্রাবন্তী কর ও শাহরিয়ার নাজিম জয়।
দফতর সম্পাদক : তানভীর মাসুদ ও শামস্ সুমন।
অনুষ্ঠান সম্পাদক : এসএম আরমান পারভেজ, বন্যা মির্জা, শহীদুল আলম বাবু ও হাসান জাহাঙ্গীর।
আইন ও কল্যাণ সম্পাদক: শামীমা ইসলাম তুষ্টি ও শিরীন বকুল।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক : ওমর আয়াজ অনি ও আদনান ফারুক হিল্লোল।
কার্য নির্বাহী পরিষদের সদস্য : আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, ওয়াসিম যুবরাজ, জাকিয়া বারী মম, নওশীন, নিকুল কুমার মণ্ডল, মাহমুদ মোস্তফা, আফতাব উদ্দিন খান, নির্জন আজাদ, মুকুল সিরাজ, শেখ মেরাজুল ইসলাম, সনি রহমান, সেলিম মাহবুব, সুজাত শিমুল ও হুমায়ুন কাবেরী।
(এমআইআর/ ১১ ফেব্রুয়ারি ২০১৭)