এবার মানসিক রোগীর চরিত্রে জয়া আহসান

বিনিয়োগবার্তা ডেস্ক: অভিনেত্রী জয়া আহসানকে তার নতুন ছবিতে মানসিক রোগীর চরিত্রে দেখা যাবে। টালিগঞ্জের এ ছবিটির নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’। সাইকোলজিক্যাল থ্রিলারটি পরিচালনা করছেন অর্ণব পাল।

এর আগে টেলিভিশনের জন্য সিরিয়াল নির্মাণ করলেও ‘বৃষ্টি তোমাকে দিলাম’ অর্ণবের প্রথম চলচ্চিত্র। জয়া ছাড়াও আরো অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী ও রাজেশ শর্মা।

জয়া বলেন, গল্পটা বেশ ভালো লেগেছিল। আর আমার চরিত্রে ডার্ক শেডও আছে।

পরিচালক বলেন, গল্প-চিত্রনাট্য যদি হয় শতকরা সত্তর ভাগ, জয়া তার অতুলনীয় অভিব্যক্তি দিয়ে সেটা পুরো একশ ভাগ করে দিয়েছেন।

ছবির গল্প সম্পর্কে অর্ণব পাল জানান, ছবিতে নায়িকা বৃষ্টি মানসিক রোগী। চিকিৎসকের পরামর্শে বাইরে ঘুরতে গিয়ে এক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে, যা নিয়ে পুলিশ-আদালত পর্যন্ত যেতে হয় তাকে। বৃষ্টি চরিত্র করছেন জয়া। তারই চিকিৎসক চিরঞ্জিত। বিহারি পুলিশের চরিত্র করছেন রাজেশ শর্মা।
জানা গেছে, ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবিতে একটি ভোজপুরি আইটেম গানও থাকছে। ছবির শুটিং এর মধ্যেই শুরু হয়ে গেছে। তবে মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি।

কলকাতায় মুক্তি পাওয়া জয়ার সবশেষ সিনেমা ‘বিসর্জন’ সেরা আঞ্চলিক ছবির জাতীয় পুরস্কার জিতেছে। এ ছবির জন্য জয়াও পেয়েছেন দুটি পুরস্কার। তার অভিনীত মনোজ মিশিগানের ‘আমি জয় চ্যাটার্জি’ মুক্তির অপেক্ষায় আছে।

এদিকে বাংলাদেশে জয়া অভিনীত খাঁচা, পেয়ারার সুবাস, পুত্র ও দেবী ছবিগুলোও মুক্তির অপেক্ষায় রয়েছে। কাজ করছেন লাল মোরগের ঝুটি ও বিউটি সার্কাস ছবিতে।

(এমআইআর/ ১৪ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)