চৌমুহনীতে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজের বিনিয়োগ শিক্ষা কর্মশালা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নে ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর আওতায় এক কর্মশালার আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
শনিবার নোয়াখালীর চৌমুহনীতে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইপিএলের প্রধান নির্বাহী শরীফ এম. এ রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির পরিচালক মো. শফিউল আজম ও পরিচালনা করেন ব্র্যাক ইপিএলের কর্মকর্তা শানিলা মেহজাবিন।
(এসএএম/ ১৬ সেপ্টেম্বর ২০১৭)