বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়োজন ‘নিউ ডিল’
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ব্যয় সংকোচন আর ক্রমবর্ধমান বর্ণ ও ধর্ম বৈষম্যে থমকে গেছে বিশ্বের অর্থনীতি।
২য় বিশ্বযুদ্ধের পর যে ধরনের নীতি ইউরোপকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে, এ মুহূর্তে বিশ্ব অর্থনীতির জন্য তেমন একটি ‘নিউ ডিল’ প্রয়োজন।
গতকাল জাতিসংঘের উন্নয়ন সংস্থা ‘আঙ্কটাড’ এ প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।
জাতিসংঘের উন্নয়ন সংস্থা ‘আঙ্কটাড’ মনে করছে, বিশ্ব অর্থনীতি এমন একটি ভারসাম্যহীন অবস্থায় রয়েছে, যা কেবল বর্জনীয়ই নয়, একই সঙ্গে এ পৃথিবীর রাজনৈতিক, সামাজিক ও পরিবেশগত স্বাস্থ্যের জন্য অস্থিতিশীল ও বিপজ্জনক। এ মুহূর্তে বিশ্বের একটি ‘নিউ ডিল’ একান্ত জরুরি বলে বাণিজ্য ও উন্নয়ন প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে।
আঙ্কটাড জানায়, একটি সমন্বিত ও টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য অর্থনৈতিক ও বর্ণ-ধর্ম বৈষম্য মোকাবেলায় সাত দশক পর একই ধরনের উচ্চাভিলাষী একটি উদ্যোগ প্রয়োজন হয়ে পড়েছে।
পূর্ববর্তী পরিকল্পনার মতোই বিশ্বের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, সম্পদ পুনর্বণ্টনের জন্য কর সম্প্রসারণ ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে বিধিবিধানের প্রতি মনোযোগ দেয়া উচিত বলে প্রতিবেদনে যুক্তি তুলে ধরা হয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে সংস্থাটি দেখিয়েছে যে, বৈশ্বিক আর্থিক মন্দার প্রায় এক দশক পরও একটি শক্তিশালী পুনরুদ্ধার অধরাই রয়ে গেছে।
আঙ্কটাডের অর্থনীতিবিদরা বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে ব্যয় সংকোচন অব্যাহত রাখার পরিবর্তে পূর্ণ কর্মসংস্থান এবং ভৌত ও সামাজিক অবকাঠামোগুলো অর্থায়নে রাজস্ব নীতির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানিয়েছেন ।
সূত্র: এএফপি ।
(এম আর / ১৬ সেপ্টেম্বর, ২০১৭)