‘বিনিয়োগকারীদের সচেতন করে গড়ে তুলতেই বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ‘বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের সচেতন করে গড়ে তোলা। দেশব্যাপি বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারীদের সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে একাত্নতা পোষণ করে আমরা দেশব্যাপি এ কার্যক্রম চালাচ্ছি। এসব কার্যক্রম থেকে আপনারা (বিনিয়োগকারীরা) যদি শিক্ষা গ্রহন করতে না পারেন তাহলেতো আমাদের উদ্দেশ্য সফল হবে না। তাই আমি বলবো অত্যন্ত গুরুত্ব সহকারে এই শিক্ষা গ্রহন করুন। তারপর শেয়ারবাজারে বিনিয়োগে আসুন।’

নোয়াখালীর চৌমুহনীতে আয়োজিত এক বিনিয়োগ শিক্ষা অনুষ্ঠানে ব্র্যাক ইপিএলের প্রধান নির্বাহী শরীফ এম. এ রহমান এসব কথা বলেন।

দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে এ অনুষ্ঠানের আয়োজন করে পুঁজিবাজারের অন্যতম ব্রোকারেজ হাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির পরিচালক মো. শফিউল আজম ও পরিচালনা করেন ব্র্যাক ইপিএলের কর্মকর্তা শানিলা মেহজাবিন।

শরীফ এম. এ রহমান বলেন, টাকা আপনার। লাভ-লোকসান সবই আপনার। আমরা শুধু মধ্যস্থতাকারী। এ হিসাবে বিনিয়োগ করে যদি আপনি লোকসানে পড়েন তাহলে আমাদেরও খারাপ লাগবে। তাই আমরা বিনিয়োগের আগে শিক্ষা নিতে বলছি। আগে শিখে বা বুঝে বিনিয়োগ করলে লোকসানের ঝুঁকি কম থাকে।

আর একটি বিষয় হলো- বিনিয়োগের আগে আপনাকে বুঝতে হবে কোথায় বিনিয়োগ করছেন, কার সঙ্গে কাজ করছেন, কিংবা কোন ধরনের হাউজে লেনদেন করছেন। এসব বিবেচনায় আমি বলবো, আমাদের (ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ) হাউজের সঙ্গে সম্পৃক্ত থাকুন। দেশব্যাপি আমাদের সকল শাখায়ই বিশেষজ্ঞ পর্যায়ের এনালাইসিস টিম রয়েছে। তারা আপনাদেরকে ভাল শেয়ারে বিনিয়োগের পরামর্শ দেবেন। তাদের পরামর্শ নেওয়ার পর নিজের বিচার বিশ্লেষণ দিয়ে ভাল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন।

অনুষ্ঠানে অনান্যের মধ্যে প্রতিষ্ঠানটির হেড অব রিটেইল সেলস এন্ড ট্রেড আরিফুল হক মল্লিক, হেড অব কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট এনাম আহমেদ হাসানসহ প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৬ সেপ্টেম্বর ২০১৭)

 


Comment As:

Comment (0)