নতুন বিজ্ঞাপনে মিম

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। তিনি চলচ্চিত্রে মনোযোগী। তবে পণ্য পছন্দ হলে, গল্প এবং পারিশ্রমিক সামঞ্জস্য হলে মিম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। সেই ধারাবাহিকতায় মিম নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন।

এই বিজ্ঞাপনটি হচ্ছে লাক্স এর, যেটি নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা। নির্মাতা জানান, আজ থেকে কোক স্টুডিওতে শুটিং করছি। চলবে আরো দু-দিন।

মিম বলেন, বিজ্ঞাপনে ব্যাপারে আমি বরাবরই চুজি। আমি যে কাজই করি না কেন, যথেষ্ট আন্তরিকতা নিয়েই তা করি। তিনি বলেন, অমিতাভ রেজা ভাই দেশের প্রথমসারির একজন বিজ্ঞাপন নির্মাতা। তার কাজের তুলনা নেই। আশা করছি লাক্স সাবানের এই বিজ্ঞাপনটি দর্শকদের কাছে ভাল লাগবে।

(এমআইআর/ ১৬ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)