নোবেল বিজয়ী সুচি মিয়ানমার সেনাবাহিনীর হাতের পুতুল

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মিয়ানমারে সেনাবাহিনীর নেতৃত্বে রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়নের ঘটনায় সুচি’র নির্লিপ্ততা বিশ্বব্যাপী ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। ২৫ আগস্ট থেকে শুরু হওয়া এই সেনা অভিযানের কারণে চার লাখের বেশি রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ঘটনাকে ব্যাপকভাবে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

কিন্ত তারপর ও সুচি নির্লিপ্ত। সুচির নির্লিপ্ততা বা চুপ থাকা ছাড়া কোন উপায় নাই, কারন সে সেনাবাহিনীর হাতের পুতুল। মিয়ানমারের নেত্রী হওয়ার পরেও তার কোন মূল্য নাই। মিয়ানমার সেনাবাহিনী যা বলে সে তাই করে, আর না করেও তার কোন উপায় নাই কারন মিয়ানমারের সেনাবাহিনীর হাতে এখনো দেশটির সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। মিয়ানমার এখনও সেনাবাহিনী শাসিত দেশ।সুচি শুধুমাত্র গনতন্ত্রের আই ওয়াশ।সে শুধু দেখানোর জন্যই নেতা, তার অন্য কোন মূল্য বা কথা বলারও ক্ষমতা নাই সেনাবাহিনীর বাইরে।

রোহিঙ্গাদের ওপর সহিংস চালানো এবং তাদের উদ্বাস্তু করে দেশছাড়া করায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে কঠোর সমালোচনা করে আসছেন বিশ্ব নেতারা। কিন্ত তারপরও সুচি কিছু বলতে পারছে না মিয়ানমার সেনাবাহিনীর ভয়ে। সে মিয়ানমার সেনাবাহিনীর হাতে জিম্মি, এক সময় মিয়ানমার সেনাবাহিনী ই তাকে কারাবদ্ধ করে রেখেছিল বছরের পর বছর। সে ভয় মনে হয় এখনও কাটেনি, তাই মিয়ানমার সেনাবাহিনীর হাতের পুতুল হয়ে আছে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, অত্যাচার ও উদ্বাস্তু করার পরও।

(এম আর / ১৮ সেপ্টেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)