ঘর ভাঙছে না পিকে-শাকিরার
বিনিয়োগবার্তা ডেক্স, ঢাকা: সম্প্রতি এসপানিওলের বিপক্ষেও গোলের পর উদ্যাপন করেই ঝামেলা বাধিয়ে দিয়েছেন জেরার্ড পিকে। আর এতেই সংবাদমাধ্যমে শুরু হয়ে গেল গুঞ্জন—ঘর ভাঙছে পিকে আর শাকিরার! আর সে গুঞ্জনের তীব্রতা থামাতে উদ্দ্যোগ নিতে হলো পিকেকেই। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিচ্ছেদ-গুঞ্জনের তীব্রতা কমিয়েছেন পিকে।
এসপানিওলের বিপক্ষে গোল করে নিজের পরিচিত ভঙ্গিতেই দুই হাতকে ‘এক্স’ বানিয়েছিলেন পিকে। কিন্তু ডান হাত দিয়ে দুই আঙুল দেখালেও বাঁ হাতে শুধু মধ্যমা দেখিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো ধারণা করে নিল, পিকে ও পপশিল্পী শাকিরার সাত বছরের পথচলা থেমে যাচ্ছে!
মধ্যমা দেখানোর অন্য অর্থ বের করা যেত। তাঁকে নিয়ে চলা সমালোচনার জবাব দিচ্ছেন কিংবা কাতালান প্রতিদ্বন্দ্বীদের কৌশলে একটু খোঁচাচ্ছেন অথবা বার্সা সভাপতি বার্তেমেউর উদ্দেশেই এই মধ্যমা—এটাও ভেবে নিলে সমস্যা ছিল না। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো সে দিকে গেলই না।
বয়সে ১০ বছরের তফাত থাকলেও শাকিরা-পিকের জন্মদিন একই। ২ ফেব্রুয়ারির সেই দিনকে প্রতিটি গোলেই মনে করিয়ে দেন পিকে। দুই হাতের দুই আঙুলের উদ্যাপন তাই বিখ্যাত হয়ে গিয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর একটি আঙুল কম দেখিয়েই ঝামেলা পাকালেন পিকে। এমনিতেই নিকট অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটু অনুপস্থিত পিকে-শাকিরা। দুজনের যুগল ছবি শেষ দেখা গিয়েছিল মেসির বিয়েতে। এর মাঝে আরেকটি গুঞ্জন শোনা গেছে, বার্সেলোনাতেই নতুন বাড়ি খুঁজছেন শাকিরা।
এত সব গুঞ্জন সামলে জবাব দিতে একটু সময় নিয়েছেন পিকে। ইনস্টাগ্রামে দুই ছেলে মিলান ও সাশার সঙ্গে শাকিরার এক ছবি দিয়ে লিখে দিয়েছেন, ‘রোববার, পরিবারের সঙ্গে একান্ত সময়।’ পরিবারের তিন সদস্যের চেহারা দেখা যাচ্ছে না বলেই হয়তো শাকিরার গায়ে আবার লিখেও দিয়েছেন, ‘শাকিরা!’
পিকের এমন পোস্টে গুঞ্জন কিছুটা কমেছে, তবে ওই উদ্যাপনের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি!
সূত্র: এএস।
(দীপ্ত/ ১৮ সেপ্টেম্বর ২০১৭)