‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষ্যে বিএসইসির সংবাদ সম্মেলন ২৮ সেপ্টেম্বর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী ২ থেকে ৮ অক্টোবর প্রথমবারের মতো বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ,২০১৭  ঘোষণা করেছে বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রনকারী সংস্থাসমূহের সংগঠন  International Organization Of Securities Commission (IOSCO)। একইসঙ্গে বিশ্বব্যাপী তা উযযাপনের সিদ্ধান্ত গ্রহন করেছে সংস্থাটি।

এ বিষয়ে ২৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিজস্ব ভবন,আগারগাও, ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিনিয়োগকারী সপ্তাহ,২০১৭ এর মূল উদ্দেশ্য হলো বিনিয়োগ শিক্ষা সম্পর্কিত তথ্য/উপাত্ত বিনিয়োগকারীদের নিকট প্রচার ও অবহিতকরনের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করা ও সুরক্ষা নিশ্চিত করা।

বিএসইসি সূত্র জানায়, International Organization Of Securities Commission (IOSCO) এর “A” ক্যাটাগরির সদস্য হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন উক্ত সপ্তাহ পালনের সিদ্ধান্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছে। যা বিশ্ব অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ আগামী ২  অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি,সেগুন বাগিচা ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

(এসএএম/ ২৪ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)