পূজায় ছোট পর্দায় ‘বাহুবলী টু’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গত ২৮ এপ্রিল ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২৫০ কোটি রুপি বাজেটের ছবি এ পর্যন্ত আয় করেছে ১ হাজার ৭২৫ কোটি রুপি। দেশ আর দেশের বাইরে এই আয় অব্যাহত আছে এখনো।

এবার ছবিটি দর্শক দেখতে পাবেন ছোট পর্দায়। দুর্গাপূজা উপলক্ষে ছবিটি সব দর্শকের জন্য উপহার হিসেবে দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান অর্ক মিডিয়া ওয়ার্কস।

জানা গেছে, আগামী ৮ অক্টোবর বাংলাদেশর সময় বেলা দেড়টায় ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবিটি দেখানো হবে সনি ম্যাক্স চ্যানেলে। এরই মধ্যে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গ আলোচনা চূড়ান্ত করেছে সনি ম্যাক্স চ্যানেলের কর্তৃপক্ষ।

এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবিটি মুক্তির আগেই স্যাটেলাইট স্বত্ব বিক্রি করেছে রেকর্ড পরিমাণ মূল্যে। গত বছর অক্টোবর মাসে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এই ছবির স্বত্ব কিনেছে ৫১ কোটি রুপিতে।

সংবাদ সম্মেলনে প্রভাস ও রানা ডুজ্ঞুবতি আর পরিচালক এস এস রাজামৌলিএবারই প্রথম ছোট পর্দায় দেখানো হবে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির দুই অভিনয়শিল্পী প্রভাস ও রানা ডুজ্ঞুবতি আর পরিচালক এস এস রাজামৌলি।

আগেই জানানো হয়েছে, ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবির ক্লাইম্যাক্সের জন্য খরচ হয়েছে ৩০ কোটি রুপি। যুদ্ধের দৃশ্যগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিনেমার ক্লাইম্যাক্সের দৈর্ঘ্য ৩০ মিনিট। পুরোটাই স্টান্টে ভরা। এই ছবির জন্য ব্রিটেন থেকে স্টান্ট ক্রু আনা হয়। এই দল ‘এক্স ম্যান’ সিনেমায় কাজ করেছে। এ ছাড়া ‘থ্রি হান্ড্রেড’ আর ‘ট্রয়’-এর মতো সিনেমার স্টান্টের দায়িত্বে ছিল এই দল।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

(দীপ্ত/২৫ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)