জেমসের ৫৩তম জন্মদিন আজ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে ঘর ছেড়েছিল এক কিশোর। এরপর গানকে লালন করেছেন মনের মধ্যে। একসময় সাফল্য নিজে এসে ধরা দিয়েছে তার কাছে। আজ ২ অক্টোবর সেই কিশোরের ৫৩তম জন্মদিন।

১৯৬৪ সালের এই দিনে পৃথিবীতে এসেছিলেন তিনি। তার জন্ম নওগাঁয়, তবে তিনি বেড়ে উঠেছেন চট্টগ্রামে। সেখানে থাকা অবস্থায় ছেলেটি ব্যান্ড সংগীতের প্রেমে পড়েন। কিন্তু সরকারি কর্মচারী বাবার ছেলের সেই প্রেমে সাড়া ছিল না। ক্লাস নাইনে পড়া অবস্থায় বাবা যখন বুঝলো ছেলের দ্বারা পড়াশোনা সম্ভব নয় তখন ঘর থেকে বের করে দেওয়া হয় তাকে।তার নতুন ঠিকানা হয় চট্টগ্রামের আজিজ বোর্ডিং। আর এই আজিজ বোর্ডিং হয়ে ওঠে তার গানের জগত।

যার কথা বলছি তিনি দেশের জনপ্রিয় ব্যান্ডদল ব্যান্ডনগর বাউল এর কর্ণধার এবং ভোকালিষ্ট মাহফুজ আনাম জেমস। গিটারকে ভালো বেসেছিলেন, সেই ভালোবাসার তীব্রতায় পারিবারিক জীবন, শিক্ষাজীবন দুই থেকেই ছিটকে পড়তে হয়েছিল। চট্টগ্রামের পাঠানটুলি রোডের আজিজ বোর্ডিং এর বারো ফুট বাই বারো ফুট একটা ঘরে ক্যাসেট প্লেয়ার আর ক্যাসেটের মাঝে থেকেই তৈরি হত গান, চলতো প্র্যাকটিস। সন্ধ্যার পরে হোটেল আগ্রাবাদের নাইট ক্লাবে ইংরেজি গানের সাথে বাজানো। ব্যান্ডের নাম ফিলিংস।

২০০৬ সালে সবাইকে চমক লাগিয়ে এল গ্যাংস্টার সিনেমায় হিন্দী গান – ভিগি ভিগি। তারপর ও লামহে সিনেমায় চল চলে, লাইফ ইন আ — মেট্রো সিনেমায় আল বিদা আর রিশতে। এশিয়ান জিম মরিসন – নামে ডাকাও হল। খুব শীঘ্রই আবারও ঝড় তুলবেন ওয়ার্নিং সিনেমায় ‘বেবাসী’ ট্র্যাকের মাধ্যমে। অপেক্ষা করতে হবে আর অল্প কটা দিন। হিন্দী গান শুধু নয়, বাংলা রক গানেও বিভিন্ন এক্সপেরিমেন্ট চলেছে। রক গানের সাথে অপেরা শিল্পী, বাঁশী আর হারমোনিয়ামের ফিউশন ঘটিয়েছেন।

(এমআইআর/ ০২অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)