চলে গেলেন রক কিংবদন্তি টম পেটি

বিনিয়োগবার্তা ডেস্ক: মার্কিন ব্যান্ড সিঙ্গার রকার টম পেট্রি সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি হৃদরোগে ভুগছিলেন। তার পরিবারের উদ্ধৃতি দিয়ে এএফপি একথা জানায়।

তার পরিবার জানায়, তার মালিবুর বাড়িতে সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে লস এঞ্জেলসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি গ্রিনিচ মান সময় ৩ টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(এমআইআর/ ০৪ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)