পাহাড়ে বাইসাইকেল প্রতিযোগিতা শুরু ২৪ মার্চ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশে আগামী ২৪ মার্চ শুরু হচ্ছে ‘ট্যুর দ্য সিএইচটি মাউন্টেন বাইকেল প্রতিযোগিতা’। প্রতিযোগিতা চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
বুধবার দুপুরে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে। বাঙামাটির সাজেক ভ্যালি থেকে বান্দরবনের নীলগিরি পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার পাহাড়ি পথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় একজন নারীসহ ৪২ জন প্রতিযোগী অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ‘২৪ মার্চ সকালে রাঙামাটির বাঘাইছরির সাজেক ভ্যালি থেকে এ বাইক প্রতিযোগিতা শুরু হবে। প্রথমদিন প্রতিযোগিরা ৬৮.৫ কিলোমিটার, দ্বিতীয়দিন খাগরাছড়ি থেকে রাঙামাটি পর্যন্ত ৭১.৩ কিলোমিটার এবং তৃতীয় দিন রাঙামাটি থেকে নীলগিরি পর্যন্ত ১০৩ কিলোমিটার পথ অতিক্রম করবেন।’
তিনি আরও বলেন, ‘তিন পার্বত্য জেলা পরিষদ প্রতিযোগিতায় সহযোগিতা করবে। আগামী ২৬ মার্চ বিকেল ৩টায় বান্দরবন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। প্রথম বিজয়ীকে ৮০ হাজার, দ্বিতীয় বিজয়ীকে ৬০ হাজার এবং তৃতীয় বিজয়ীকে ৪০ হাজার টাকা সমপরিমান এমটিবি হিমালয় স্পনসরশিপ দেওয়া হবে। যার মধ্যমে তারা ভারতে এ জাতীয় আরও একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।’
(ইউএম/ ২২ মার্চ ২০১৭)