স্বাধীনতা দিবস উপলক্ষে বিইউবিটির কর্মসূচি

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ৪৭তম মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আগামী ২৯ মার্চ (বুধবার) ২০১৭ সকাল ১০:৩০ টায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিইউবিটি ট্রাষ্টের সম্মানিত চেয়ারম্যান এ এফ এম সরওয়ার কামাল এবং প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক, আহবায়ক, একাডেমিক এডভাইজরি কমিটি ও সদস্য,বিইউবিটি ট্রাষ্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিইউবিটির মাননীয় উপাচার্য প্রফেসর আবু সালেহ।

(এএইচএন/ ২৪ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)