এইচএসসি পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু শেষ হবে আগামী ১৫ মে। মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী এবারের এইসএসসি পরীক্ষায় অংশ নেবে। গত বছরের তুলনায় এবার এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৯৪২ জন কমেছে।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি জানান, ২০১৬ সালে মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে তুলনায় চলতি বছরে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৯৪২ জন কমেছে।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীর সংখ্যা কমলেও ২০১৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠান এবং পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বেড়েছে। এবার ৮ হাজার ৮৬৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২ হাজার ৪৯৭টি কেন্দ্রের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। ২০১৬ সালে ৮ হাজার ৫৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ২ হাজার ৪৫২টি। অর্থাৎ বছরের ব্যবধানে ৩৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৪৫টি কেন্দ্র বেড়েছে।
তিনি বলেন, ৭টি বিদেশ কেন্দ্রে মোট ২৭১ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না। তারা ক্যামেরাসংযুক্ত মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো শিক্ষক-কর্মীও মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইস ব্যবহার করতে পারবেন না।
প্রসঙ্গত, গত বছরের মতো এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা। পরীক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
(এসএএম/ ৩০ মার্চ ২০১৭)