‘গ্লোবাল মানি উইক-২০১৭’ উদযাপন করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুব সমাজকে সঞ্চয়ী, মিতব্যয়ী ও উদ্যোক্তা তৈরীতে অনুপ্রাণিত এবং প্রশিক্ষিত করে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’, ব্রিটিশ কাউন্সিল ও জবসবিডি ডট কম এর যৌথ উদ্যোগে বাংলাদেশেও “গ্লোবাল মানি উইক-২০১৭” উদযাপিত হতে যাচ্ছে।
এবারের প্রতিপাদ্য বিষয় “শিক্ষা-সঞ্চয়- উপার্জন” শীর্ষক এক সেমিনার আগামী ১ এপ্রিল ২০১৭ তারিখে এক যোগে ঢাকা চট্টগ্রাম ও বরিশালে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড।
বিশ্বের অন্যান্য দেশের সাথে এ উপলক্ষ্যে ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর অডিটরিয়াম-৭১ এ, চট্টগ্রামে জবসঅবিডি ডটকম এর আগ্রাবাদস্থ এ কে টওয়ার মিলনায়তনে ও বরিশালে বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট এ সেমিনারের আয়াজন করছে।
সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিস সম্মেলন কক্ষে আয়োজিত এক “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গ্লোবাল মানি উইক – ২০১৭ এর প্রধান উপদেষ্টা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম. ইসলাম। সপ্তাহব্যাপী গৃহীত কর্মসূচীর বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন গ্লোবাল মানি উইক ২০১৭ এর ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক কে. এম. হাসান রিপন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বব্যাপী মার্চ ২৭- থেকে -০২, ২০১৭ সেমিনারের পাশাপাশি এবারের আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন, মাইন্ড ম্যাপিং, শিল্পকারখানা পরিদর্শন, মানি মিউজিয়াম পরিদর্শন, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের আমন্ত্রণ জানানো এবং তাদের সাথে সেতুবন্ধ রচনা করা, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা ও তরুণ উদ্যোক্তাদের পুরস্কৃত করা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র এন্ট্রাপ্রিনিউরশীপ বিভাগের প্রধান সৈয়দ মারুফ রেজা, চাইল্ড এন্ড ইয়ুথ ফিন্যান্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ বোর্ডের ন্যাশনাল প্রেসিডেন্ট আমেনা হাসান এনা, চাইল্ড এন্ড ইয়ুথ ফিন্যান্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ বোর্ডের মহাসচিব আবুল হাসনাত সোহাগ প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২০১২ সাল থেকে যুব সমাজকে সঞ্চয়ী, মিতব্যয়ী ও উদ্যোক্তা তৈরীতে অনুপ্রাণিত এবং প্রশিক্ষিত করে তুলতে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে চাইল্ড এন্ড ইয়ুথ ফিন্যান্স ইন্টারন্যাশনাল (ঈণঋও) এর উদ্যোগে বিশ্বব্যাপী বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সরকারি মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সচেতন যুব সম্প্রদায়ের অংশগ্রহণে এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশেও গত বছর থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ কর্মসূচী পালন করে আসছে। বিপুল সংখ্যক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
(শামীম/ ৩০ মার্চ ২০১৭)