২৮১ রানের লক্ষ্যে লড়ছে টাইগাররা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আমান সিমেন্ট কাপ ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২৮১ রান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮০ রান করে শ্রীলঙ্কা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা।

ইনিংসের প্রথম ওভার থেকে ক্রিজে দাপট দেখানো শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন হয়েছে একাদশ ওভারে। ১০.৫ ওভারে মেহেদী হাসান মিরাজের বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান দানুষ্ক গুনাথিলাকা (৩৪)। শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে আসে ৭৬ রান। ১৩.৪ ওভারে শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান ও অধিনায়ক উপল থারাঙ্গাকে বোল্ড করেন তাসকিন আহমেদ।

ইনিংসের ২৫.৫ ওভারে রান আউট হন দিনেশ চান্দিমাল (২১)। এরপর ৩০.৩ ওভারে রান আউট হন মিলিন্দা সিরিওয়ার্ধনে (১২)। ৩৭তম ওভারে কুশল মেন্ডিজকে (৫৪) সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান। ৪৩.৩ ওভারে মাশরাফির বলে আউট হন আসলি গুনারাত্নে (৩৪)। ৪৪.৫ ওভারে সিকুগে প্রসন্নকে আউট করেন মুস্তাফিজুর রহমান।

দলীয় ২৭৫ রানে শ্রীলঙ্কার অষ্টম উইকেটের পতন হয়। ৪৯.২ ওভারে দিলরুয়ান পেরেরাকে (১৫) সাজঘরে ফেরান মাশরাফি-বিন-মুর্তজা। এর আগে অষ্টম উইকেটে ৪৫ রানের জুটি গড়েন দিলরুয়ান এবং থিসারা পেরেরা। একই ওভারের ৫ম বলে থিসারা পেরেরাকেও (৫২) আউট করেন তিনি। আর ২৮০ রানে থামে শ্রীলঙ্কা ব্যাটিং ইনিংস।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের সিরিজ পরাজয়ের কোনো আশঙ্কা নেই। বরং সিরিজ জয়ের সুযোগ রয়েছে টিম টাইগারের।

বাংলাদেশ দলে কোনো পরিবর্তন করা না হয়নি। অর্থাৎ সিরিজে প্রথম দুই ম্যাচ খেলা টিম নিয়েই কলম্বোতে খেলছে মাশরাফিবাহিনী। অন্যদিকে সিরিজে দ্বিতীয় ম্যাচে ৩টি পরিবর্তনের পর তৃতীয় ম্যাচে আবারও একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। নুয়ান প্রদীপের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন সিকুগে প্রসন্ন।

বাংলাদেশ স্কোয়াড:

মাশরাফি-বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা স্কোয়াড:

উপল থারাঙ্গা (অধিনায়ক), দানুষ্ক গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আসলি গুনারাত্নে,  থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল,  মিলিন্দা সিরিওয়ার্ধনে, নুয়ান কুলেসাকারা, সিকুগে প্রসন্ন এবং দিলরুয়ান পেরেরা।

(এসএএম/ ০১ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)