পাঁচ বছরে ৫০০ উদ্যোক্তা তৈরি করবে ড্যাফোডিল
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের আর্থসামাজিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে আগামী পাঁচ বছরে ৫০০ নতুন উদ্যোক্তা তৈরি করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির ‘এন্টারপ্রিনিয়ারশিপ’ বিভাগ উদ্যোক্তা উন্নয়নে এ প্রকল্পের গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় সারা দেশ থেকে বাছাই করা যোগ্য এবং উদ্যমী তরুণ-তরুণীদের পূর্ণাঙ্গ বৃত্তিসহ সফল উদ্যোক্তা তৈরি করা পর্যন্ত প্রয়োজনীয় নানা ধরনের সহযোগিতা দেওয়া হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম. ইসলাম, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন, পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান রাজু, এন্টারপ্রিনিয়ারশিপ বিভাগের প্রধান সৈয়দ মারুফ রেজা প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘আর ইউ দ্য নেক্সট স্টার্টআপ?’ শীর্ষক এই উদ্যোগের মূল বৈশিষ্ট্য হচ্ছে বিজয়ীদের জন্য চার বছরের স্নাতক (সম্মান) কোর্সে অধ্যায়নের সুযোগ দেওয়া। যথাযথ জ্ঞান ও সঠিক দিক-নির্দেশনার অভাবে অনেক উদ্যোক্তা সফলভাবে বেড়ে উঠতে পারে না। এ কর্মসূচির আওতায় স্বতন্ত্র প্ল্যাটফর্মের মাধ্যমে ‘এন্টারপ্রিনিয়ারশিপ’ বিভাগের অধীনে হাতে-কলমে কাজ শিখতে শিখতে অপেশাদার উদ্যোক্তারাও প্রশিক্ষিত ও স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবে। সম্ভাবনাময় ও আশাপ্রদ বিজয়ী উদ্যোক্তাদের চার বছর মেয়াদি স্নাতক কোর্সে অধ্যয়নকালে শতভাগ বৃত্তির পাশাপাশি ব্যবহারিক ও তত্ত্বীয় শিক্ষা দেওয়া হবে; যা তাদের একজন সফল উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রকল্পের আওতায় নতুন উদ্যোক্তাদের অনলাইনে আবেদন আজ থেকে শুরু হয়েছে; শেষ তারিখ ১২ এপ্রিল। অনলাইনে প্রাক নির্বাচনী রাউন্ড ১৩-১৫ এপ্রিল। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ১৫ এপ্রিল। আইস ব্রেকিং সেশন ২০ এপ্রিল। গ্রুমিং ও বুস্ট আপ ক্যাম্প ২০-২৭ এপ্রিল। চূড়ান্ত নির্বাচন পর্ব ১ মে; বৃত্তি প্রদান ও ভর্তি ৪ মে, ক্লাস ও কাযর্ক্রম শুরু ১১ মে ২০১৭।
(এসএএম/ ০১ এপ্রিল ২০১৭)