সিরিজ জিততে পারল না বাংলাদেশ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আমান সিমেন্ট কাপ ওডিআই সিরিজ জেতা হলো বাংলাদেশের। ২৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১০ রানে গুটিয়ে যায় টাইগাররা। এর ফলে ৩ ম্যাচে ১-১ সমতায় শেষ হয় সিরিজ।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা।

ইনিংসের প্রথম থেকে ক্রিজে দাপট দেখানো শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন হয়েছে দলীয় ৭৬ রানে। ১০.৫ ওভারে দানুষ্ক গুনাথিলাকা (৩৪); ১৩.৪ ওভারে উপল থারাঙ্গাকে (৩৫); ২৫.৫ ওভারে দিনেশ চান্দিমাল (২১); ৩০.৩ ওভারে মিলিন্দা সিরিওয়ার্ধনে (১২); ৩৭তম ওভারে কুশল মেন্ডিজ (৫৪); ৪৩.৩ ওভারে আসলি গুনারাত্নে (৩৪); ৪৪.৫ ওভারে সিকুগে প্রসন্ন; ৪৯.২ ওভারে দিলরুয়ান পেরেরা (১৫); ৪৯.৫ ওভারে থিসারা পেরেরা (৫২) আউট হন। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮০ রান করে শ্রীলঙ্কা।

২৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে আউট হন তামিম ইকবাল (৪)। এরপর তৃতীয় ওভারে সাব্বির রহমান (০) এবং ৩.৩ ওভারে মুশফিকুর রহিম (০) সাজঘরে ফেরেন। ১৫.১ ওভারে দলীয় ৮৮ রানে আউট হন সৌম্য সরকার (৩৮)। এর আগে চতুর্থ উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন তিনি।

ইনিংসের ২২.১ ওভারে দলীয় ১১১ রানে আউট হন মোসাদ্দেক হোসেন (৯)। ২৩.২ ওভারে দলীয় ১১৮ রানে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। এর আগে ৬২ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। ২৫.৪ ওভারে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ (৭)। ৩৩.১ ওভারে সাজঘরে ফেরেন অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা (১৬)। এর পর একে একে সবকটি উইকেট হারায় টাইগাররা।

দলের মধ্যে মেহেদী মিরাজ করেছেন ৫১ রান।

বাংলাদেশ দলে আজকের ম্যাচে কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ সিরিজে প্রথম দুই ম্যাচ খেলা টিম নিয়েই কলম্বোতে খেলেছে মাশরাফিবাহিনী। অন্যদিকে সিরিজে দ্বিতীয় ম্যাচে ৩টি পরিবর্তনের পর তৃতীয় ম্যাচে আবারও একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। নুয়ান প্রদীপের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন সিকুগে প্রসন্ন।

বাংলাদেশ স্কোয়াড:

মাশরাফি-বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা স্কোয়াড:

উপল থারাঙ্গা (অধিনায়ক), দানুষ্ক গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল (উইকেটরক্ষক), আসলি গুনারাত্নে,  থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল,  মিলিন্দা সিরিওয়ার্ধনে, নুয়ান কুলেসাকারা, সিকুগে প্রসন্ন এবং দিলরুয়ান পেরেরা।

(এসএএম/ ০২ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)