শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মাঠে নামবে মাশরাফি বাহিনী
বিনিয়োগবার্তা ডেস্ক: দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মঙ্গলবার (০৪ এপ্রিল) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
শ্রীলঙ্কার মাটিতে এখনো কোনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। তবে চলতি সফরে টেস্টে শিরোপা ভাগাভাগির পর দারুণ সুযোগ তৈরি হয় ওয়ানডে সিরিজে।
প্রথম ম্যাচে লঙ্কানদের হেসে খেলে হারিয়ে সিরিজ জয়ে স্বপ্ন দেখায় টাইগাররা। কিন্তু শেষ ম্যাচে হেরে স্বপ্ন পূরণ হয়নি সফরকারীদের। তবে সিরিজ জয়ের সুযোগ শেষ হয়ে যায়নি এখনো। এবার লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি মিশন মাশরাফি বাহিনীর।
টেস্ট কিংবা ওয়ানডেতে না হলেও অন্তত টি-টোয়েন্টির শিরোপাটা নিয়ে দেশে ফিরতে চান টাইগাররা।
এদিকে প্রথম দু’টি শিরোপায় মাশরাফি বাহিনী ভাগ বসালেও টি-টোয়েন্টিতে সেই সুযোগ দিতে নারাজ লঙ্কানরা।
অন্যদিকে স্বাগতিকদের থাকছে বেশ কিছু পরিবর্তন। ফিরেছেন ডানহাতি পেসার লাসিথ মালিঙ্গা ও হার্ডহিটার ব্যাটসম্যান কুশল পেরেরা।
তবে বিশ্রাম দেয়া হয়েছে ওয়ানডে সিরিজ সেরা কুশল মেন্ডিসকে। বাদ পড়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমালও।
এখন পর্যন্ত দুই দলের ৫ লড়াইয়ে ৪টিতেই জিতেছে শ্রীলঙ্কা। একটি তে জয় বাংলাদেশের। তবে এবার সিরিজ জয়ের লক্ষ্যই খেলবে বাংলাদেশ।
(এমআইআর/ ০৪ এপ্রিল ২০১৭)