আরএন স্পিনিং ও ডাচ-বাংলা ব্যাংকের পর্ষদ সভা আজ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে। এগুলো হলো ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডে এবং বস্ত্র খাতের কোম্পানি আর.এন স্পিনিং মিলস লিমিটেড। ঘোষণা অনুযায়ী আজ অনুষ্ঠিত হবে এসব কোম্পানির র্বো্ড সভা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরএন স্পিনিং:

এ কোম্পানির সভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির বিগত ৪ বছরের (৩১ ডিসেম্বর, ২০১২,২০১৩,২০১৪ ও ৩০ জুন, ২০১৬) স্থগিত এজিএমের তারিখ নির্ধারণ করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা।

উল্লেখ্য, রাইট শেয়ার সংক্রান্ত মামলার কারণে গত ৪ বছর বিনিয়োগকারদের কোনো ডিভিডেন্ড দেয়নি প্রতিষ্ঠানটি। তাই কোম্পানিটিকে ৪ বছরের এজিএম একসাথে করতে হবে।

ডাচ-বাংলা ব্যাংক:

ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর,২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা।

উল্লেখ্য, ২০১৫ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।

(এমআইআর/এসএএম/ ২২ ফেব্রুয়ারি ২০১৭)


Comment As:

Comment (0)