এবার সম্পাদক হলেন মৌসুমী

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন ছিল ৩ নভেম্বর। এই দিনে আরও একটি নতুন খবর জানালেন তিনি। আর তা হলো তিনি সাংবাদিকতায় পা দিয়েছেন। ‘ইয়েসনিউজবিডিডটকম’ নামের নতুন একটি অনলাইন সংবাদ মাধ্যমের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন মৌসুমী।

৩ নভেম্বর, শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে ওয়েব পোর্টাল ‘ইয়েসনিউজ বিডি ডটকমের’ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তিনি।

নতুন কর্মযাত্রায় সবার সহযোগিতা চেয়ে মৌসুমী বলেন, এই পেশাকে আমি সব সময় সম্মান করি। সাংবাদিকতার ব্যাপারে আমার আগ্রহ সব সময়ই ছিল।

এ সময় চিত্রনায়ক ওমর সানি তার পথচলাকে স্বাগত জানিয়ে বলেন, আমার সহধর্মিনী আপনাদের সবার প্রিয় মৌসুমী এবার সম্পাদক হিসেবে যাত্রা শুরু করলো। খুব সম্ভবত বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মৌসুমীই প্রথম একজন সম্পাদক হিসেবে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করেছে।

সবার কাছে দোয়া চেয়ে ওমর সানি আরও বলেন, আমি সব সময়ই মৌসুমীকে তার যে কোন কাজ করার ব্যাপারে উৎসাহ দিয়ে আসছি। একজন স্বামী হিসেবে তার ভালো মন্দে, সুখে দুঃখে পাশে থেকেছি। আবার একজন সহশিল্পী হিসেবেও তাকে সহযোগিতা করেছি সব সময়। দোয়া করি আল্লাহ যেন তার উদ্দেশ্যকে সফল করেন, সবাই দোয়া করবেন।

(এসএএম/ ০৪ নভেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)