সপ্তাহ জুড়ে ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সদ্য বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৯টি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড বা লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে একটি কোম্পানি ৩০ জুন এবং ৮টি কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৬ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সদ্য সমাপ্ত সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, এসআইবিএল, আইডিএলসি ফিন্যান্স, প্রাইম ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, আরএন স্পিনিং, ইউনাইটেড ফিন্যান্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।
আইপিডিসি ফাইন্যান্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৩২ পয়সা। আগামী ২ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ।
এসআইবিএল: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। গত বছরও কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১০ পয়সা। গত বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯১ পয়সা। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
আইডিএলসি ফিন্যান্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৮১ পয়সা। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
প্রাইম ফিন্যান্স: লভ্যাংশ দিতে পারেনি পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৪৭ পয়সা। এই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান ১৩৭ দশমিক ৪১ শতাংশ বা ২ টাকা ২ পয়সা বেড়েছে। একই সময়ে কোম্পানিটির সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫৩ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৪৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে ছিল ১৩ টাকা ৬৯ পয়সা। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
প্রাইম ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
কোম্পানি সূত্রে জানায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৫ সালে ইপিএস হয়েছিল ২ টাকা ১৫ পয়সা। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
ডাচ-বাংলা ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। গত বছর ব্যাংকটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮১ পয়সা। গত বছর কোম্পানিটির ইপিএস ছিল ১৫ টাকা ১০ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮৮ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮৩ টাকা ৭৭ পয়সা। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ।
আরএন স্পিনিং: পুঁজিবাজারের তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
৩০ জুন ২০১৬ সাল পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গত বুধবার এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। এদিকে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ। একই দিনে গত ৪ বছরের এজিএম অনুষ্ঠিত হবে।
ইউনাইটেড ফিন্যান্স: আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগামী ২৭ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।
রিলায়েন্স ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৩ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৫ টাকা। আগামী ৩০ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।
(এসএএম/ ২৪ ফেব্রুয়ারি ২০১৭)