নরসিংদীতে বিএফএফ-সমকাল পঞ্চম জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: তর্কে বির্তকে বিজ্ঞান এ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকাল আযোজিত নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল পঞ্চম জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা।
এতে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গালর্স হাই স্কুল এ- কলেজ দল চ্যাম্পিয়ন ও শিবপুর পাইলট মডেল স্কুল দল রানার্স আপ হয়েছে। বিজয়ী দলের দলনেতা খন্দকার রিফাত তাসনিম নওরিন শ্রেষ্ট বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বির্তকের মাধ্যমে বিজ্ঞানের প্রয়োজনীতা ফুটিয়ে তুলে বিজ্ঞান প্রযুক্তি উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করে। এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই বলে তার্কিকরা যুক্তি-তর্কের মধ্যে তুলে ধরেন।
পূর্বঘোষিত সময়সূচি অনুসারে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বিতার্কিকদের নিয়ে নিজ দায়িত্বে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও অভিভাকরা উপস্থিত হতে থাকেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ মিলনায়তনে। এর পর বিতার্কিকরা একে একে তাদের নাম, পিতা-মাতার ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম রেজিস্ট্রেশন করেন। সকাল ১০ টার মধ্যে প্রতিযোগিতার উদ্বোধক, বিচারক ও মডারেটররা এসে উপস্থিত হন।
অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গালর্স হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হারিছ রিকাবদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের উপাধ্যক্ষ মাহামুদুল হাসান রুমি, জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) এ কে এম শাহাজাহান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকাল নরসিংদী জেলা প্রতিনিধি মো: নূরুল ইসলাম।
প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ‘উপকরণের অভাব নয় বরং যোগ্য শিক্ষকের অভাবেই শিক্ষার্থীরা বিজ্ঞান বিমূখ হচ্ছে’ ও ‘বিজ্ঞান এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে আমরা আন্তরিক নই।’ এ দু’টি বিষয়ে পক্ষে ও বিপক্ষে অংশ নেন নরসিংদী আইডিয়াল হাই স্কুল, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গালর্স স্কুল এ- কলেজ, একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়, বালুসাইর উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মন্দীা উচ্চ বালিকা বিদ্যালয় ও শিবপুর পাইলট মডেল স্কুল ।
মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সহাকারী অধ্যাপক ফারুক হোসেন।
প্রথম রাউন্ডের ৬ দল থেকে ৪ টি দল সেমিফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়। দল গুলো হচ্ছে, নরসিংদী আইডিয়াল হাই স্কুল, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গালর্স স্কুল এ- কলেজ, বালুসাইর উচ্চ বিদ্যালয় ও শিবপুর পাইলট মডেল স্কুল।
সেমিফাইনাল রাউন্ডে ‘তথ্যপ্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে অনাগ্রহী করে তুলছেন।’ প্রথম সেমিফাইনালে পক্ষে বিপক্ষে এ বিষয়ে অংশ নেন শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গালর্স স্কুল এ- কলেজ ও নরসিংদী আইডিয়াল হাই স্কুল এবং দ্বিতীয় সেমিফাইলে , বালুসাইর উচ্চ বিদ্যালয় ও শিবপুর পাইলট মডেল স্কুল।
লটারির মাধ্যমে অংশ গ্রহণকারী দলদের বিতর্ক বিষয় পক্ষ-বিপক্ষ নির্ধারত করা হয়।
ফাইনাল রাউন্ডে ‘বিজ্ঞানমনস্কতাই পারে তরুন প্রজন্মকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে’ এ বিষয়ে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গালর্স হাই স্কুল এ- কলেজ দল চ্যাম্পিয়ন ও শিবপুর পাইলট মডেল স্কুল দল মুখোমুখি হয়। ফাইনাল রাউন্ডে প্রতিযোগী দল দুটি একে অপরকে বিভিন্ন যুক্তি দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা করেন। এই রাউন্ডে বিচারকদের রায়ে দলগতভাবে ৮৬ নম্বর পেয়ে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গালর্স স্কুল এ- কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হন শিবপুর পাইলট মডেল স্কুল দল ৭২ নম্বর পেয়ে। চ্যাম্পিয়ন দলের দল নেতা খন্দকার রিফাত তাসনিম নওরিন ফাইনাল রাউন্ডে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সিনিয়র প্রভাষক কামরুজ্জামান, মোশারফ হোসেন ও প্রভাষক ইয়াকুব আলী। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নরসিংদী চেম্বার এ- কমার্স ইন্ডাস্টিজের পরিচালক মো: আল-আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদলের হাতে ক্রেষ্ট এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদল গুলোর তার্কিকদের হাতে সনদপত্র তুলে দেন।
বিতর্ক প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন, সমকাল সুহৃদ সামাবেশর সহ-সভাপতি সাংবাদিক মো: শাহাদাৎ হোসেন রাজু সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ, আনোয়ার হোসেন স্বপন, নাদিম মাহমুদ নয়ন, সাইফুল ইসলাম আফজাল হোসেন রাসেল ও লতিফ আহম্মেদ।
(এসএইচআর/এসএএম/ ২০ এপ্রিল ২০১৭)