খুলনা চেম্বারে ফের আমিনুল অনুসারীদের বিজয়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, খুলনা: খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে কাজী আমিনুল হক নেতৃত্বাধীন খুলনা সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদ।

গতকাল বুধবার মহানগরীর ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত ওই নির্বাচনে ৬টি সহযোগী পরিচালক পদের ৫টিতেই জয় পেয়েছে বর্তমান সভাপতির পরিষদ। অন্যদিকে অ্যাডভোকেট সাইফুল ইসলামের নেতৃত্বাধীন ব্যবসায়ী সম্মিলিত ঐক্য পরিষদের মাত্র একজন সদস্য চেম্বারের সহযোগী পরিচালক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ীরা হলেন- সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদ মনোনীত মো. মোস্তফা জেসান ভুট্টো (৮৭০ ভোট), শেখ মো. গাউসুল আজম (৮৪৫ ভোট), মো. মনিরুল ইসলাম মাসুম (৮০৪ ভোট), খান সাইফুল ইসলাম (৭২৬ ভোট), শেখ মনিরুল ইসলাম (৭১৪ ভোট) এবং সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ মনোনীত মো. মাহবুব আলম (৬৪৩ ভোট)।

এবারের নির্বাচনে এক হাজার ৪০৪ জন ভোটারের মধ্যে এক হাজার ২২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বুধবার মধ্য রাতে বেসরকারি ভাবে ফল ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়াম্যান অ্যাডভোকেট আইয়ূব আলী।

আগামী রোববার বিকেল ৪টায় চেম্বারের সভাকক্ষে সভাপতি, উর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আগামী শনিবার বিকেল ৪টার মধ্যে নির্বাচনী বোর্ডের কাছে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারিত রয়েছে।

গত ৪ এপ্রিল কাজী আমিনুল হক ও মো. সাইফুল ইসলাম নেত্বত্বাধীন গ্রুপের সমঝোতায় সাধারণ শ্রেণির পনেরটি ও বাণিজ্যিক গ্রুপের তিনটি মিলিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ১৮ পরিচালক।

বাণিজ্যিক শ্রেণিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- জেলা আমদানিকারকদের দলপতি ও চেম্বারের বর্তমান সভাপতি কাজী আমিনুল হক, বর্তমান সহ-সভাপতি ও সিমেন্ট আমদানিকারক মালিক দলের নেতা গোপী কৃষণ মুন্ধড়া ও অপর সহ-সভাপতি বিভাগীয় নৌ-পরিবহন মালিক দলের মো. সাইফুল ইসলাম।

সাধারণ শ্রেণিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতি ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান, স্টেশনারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আল্লামা ইকবাল তুহিন, চেম্বারের সাবেক পরিচালক কাজী মাসুদুল ইসলাম, পাট ব্যবসায়ী ও বর্তমান পরিচালক বদরুল আলম মার্কিন, এম.এ. মতিন পান্না, মো. মোশাররফ হোসেন ও সিরাজুল হক, ক্যাবল অপারেটরদের সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম, বর্তমান পরিচালক ও নগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, জেলা আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদ খান জবা, নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেড.এ. মাহমুদ ডন, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান পরিচালক শেখ আসাদুর রহমান, বর্তমান সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান এবং বর্তমান পরিচালক মোস্তফা কামাল পাশা।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ ডিসেম্বরে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সর্বশেষ নির্বাচনেও কাজী আমিনুল হকের নেতৃত্বাধীন ঐক্য পরিষদ জয়লাভ করে।

(এমএ/এসএএম/ ২৭ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)