ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত রাঙ্গামাটি

ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত রাঙ্গামাটি

রাঙ্গামাটি প্রতিনিধি: ঈদে টানা নয়দিনের ছুটিতে পাহাড়ি জেলা রাঙ্গামাটির সব দর্শনীয় স্থান পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে। শহরের যান্ত্রিকতার কোলাহল ভুলে প্রকৃতির কোলে সময় কাটাতে হ্রদ-পাহাড়ের রাঙ্গামাটিতে ছুটে আসছে পর্যটকরা। এতে চাঙ্গা হচ্ছে পাহাড়ের পর্যটনকেন্দ্রিক খাতসংশ্লিষ্টরা।

জানা গেছে, দু-একদিন ধরে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, ডিসি বাংলো, পলওয়েল পার্ক, রাজবাড়ি, কাপ্তাই লেক, আসামবস্তি, কাপ্তাই সড়কসহ ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা নীলাঞ্জনা রিসোর্ট, রাঙাদ্বীপ, বেরান্যে লেক, ইজোর, রাইন্য টুগুনসহ দর্শনীয় জায়গাগুলো পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠছে। পরিবার, প্রিয়জন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা রাঙ্গামাটির দর্শনীয় জায়গাগুলোয় ঘুরে বেড়াচ্ছে; আবার অনেকে কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত বোটে করে ভেসে বেড়াচ্ছে।

পর্যটন নৌযান ঘাটের লাইনম্যান মো. ফখরুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটিতে রাঙ্গামাটির পর্যটন স্পষ্টগুলো পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে। আমাদের বোটচালক ও মালিকরা খুব ব্যস্ত সময় পার করতেছে। পর্যটকরা বোটে করে কাপ্তাই লেকে ঘুরে বেড়াচ্ছেন।’

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‘ঈদের ছুটিতে পর্যটকদের আগমন শুরু হয়েছে। আমাদের বর্তমানে ৬০-৭০ শতাংশ বুকিং রয়েছে। সামনের দিনগুলোয়ও ভালো পর্যটকের সমাগম ঘটবে। আশা করছি গত বছরের তুলনায় এ বছর রাঙ্গামাটিতে রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম ঘটবে।’

এদিকে মেঘের রাজ্যখ্যাত সাজেক ভ্যালিও এখন পর্যটকে মুখর। মেঘ-পাহাড়ের মিতালি দেখতে সাজেকে ছুটছে পর্যটকরা। সেই সঙ্গে বেড়েছে রিসোর্ট-কটেজগুলোর আগাম কক্ষ বুকিংয়ের হিড়িক। সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির তথ্যমতে, সাজেকে ১২৬টি রিসোর্ট ও কটেজের মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫টি রিসোর্ট কটেজ পুড়ে গিয়ে বর্তমানে ৯১টি রয়েছে। এসব রিসোর্ট-কটেজে বর্তমানে ৬০-৭০ শতাংশ বুকিং রয়েছে।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, ‘সাজেকে মোটামুটি ভালো পর্যটকের সমাগম ঘটছে। আমাদের রিসোর্ট-কটেজগুলোতে বর্তমানে ৬০-৭০ শতাংশ বুকিং রয়েছে। আশা করছি সামনের দিনগুলোতে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটবে। অনেকে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনায় সাজেকের সব রিসোর্ট-কটেজ পুড়ে গেছে বলে মনে করতে পারেন। আসলে তা নয়, আমাদের ১২৬টি রিসোর্ট-কটেজের মধ্যে বর্তমানে ৯১টি রক্ষিত রয়েছে। এ ৯১টি রিসোর্ট-কটেজে অনায়াসে দুই-আড়াই হাজার পর্যটক থাকতে পারবেন।

বিনিয়োগবার্তা/জিকে/এসএএম//


Comment As:

Comment (0)