তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ গড়ে তোলা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করবে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ গড়ে তোলা আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করবে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোহরাব হোসেন শুভ স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির আঞ্চলিক পরিচালকদের উদ্দেশে তার দেওয়া বার্তাটির হুবুহু হলো- ‘ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন এর শুভেচ্ছা নিন। দেশকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছাতে দেশের বেকার যুবক ও সুবিধাবঞ্চিত জনগণকে তথ্যপ্রযুক্তিতে সঠিক প্রশিক্ষণ দিয়ে তথ্যপ্রযুক্তি নির্ভর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে আপনারা যে বিশেষ অবদান রেখেছেন সেই অবদানের জন্য World IT Foundation দিচ্ছে আপনাদের আকর্ষণীয় অনেক পুরষ্কার জিতে নেয়ার সুবর্ণ সুযোগ।

২০১৭ সালের S.S.C ও H.S.C ব্যাচ থেকে নির্ধারিত সময়ের ভিতরে ৩১ থেকে ৭০০ পর্যন্ত Registration পাঠিয়ে জিতে নিন আপনার যোগ্য পুরষ্কারটি। Registration পাঠানোর শেষ সময় ৩০ জুন, ২০১৭ ইং তারিখ। আর মাত্র ২ মাস বাকি, শীঘ্রই আপনার ভর্তিরত Student দের Registration পাঠিয়ে দিন। নির্ধারিত সময় পর্যন্তই গিফট সেশন চলবে, কোন অবস্থাতেই গিফট সেশন এর মেয়াদ বাড়ানো হবেনা।

(শামীম/ ২৯ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)