কালবৈশাখীর তান্ডবে জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎহীন উত্তর ও দক্ষিণাঞ্চল
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত জাতীয় বিদ্যুৎ গ্রিডের একটি সঞ্চালন লাইন মেরামতের মধ্যেই আরেকটি সঞ্চালন লাইন ‘ট্রিপ করায়’ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
এর ফলে রাজশাহী, রংপুর জোন এবং বরিশাল ও খুলনায় বিদ্যুৎ সরবাহ বন্ধ হয়ে যাওয়ায় এসব এলাকার সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনও বন্ধ হয়ে গেছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা (জেএম) বদরুদ্দোজা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২ মে) বেলা ১১টা ২০ মিনিটে ঘোড়াশাল-ঈশ্বরদী-২৩০ কেবি লাইনে ত্রুটির কারণে খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে। সোমবার (১ মে) ঝড়ের কারণে আশুগঞ্জ-সিরাজগঞ্জ-২৩০ কেবি সঞ্চালন লাইন বিকল হয়ে গেছে। লাইন মেরামতের কাজ চলছে। আশা করি সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা স্বাভাবিক হবে।
(এসএএম/ ০২ মে ২০১৭)