মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে ক্যামেলকো সম্মেলন শুরু
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামলকো) সম্মেলন-২০১৭ শুরু হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর আড়াইটা থেকে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে শুরু হয় এই সম্মেলন।
২ দিন ব্যাপী এই সম্মেলনে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডস ও সিকিউরিটিজ কাস্টডিয়ানের প্রতিনিধিরা।
ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদেরকে সম্মলনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
(এসএএম/ ০৬ মে ২০১৭)