‘জাতীয় ইন্টারনেট সপ্তাহ’ মঙ্গলবার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘জাতীয় ইন্টারনেট সপ্তাহ’। আগামী ২৩ ও ২৪ মে রাজধানীর ঢাকা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ ‘জাতীয় ইন্টারনেট সপ্তাহ ২০১৭’।
মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় ঢাকা কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হবে। এতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ওয়েব পোর্টাল, ডিভাইস কোম্পানিসহ ইন্টারনেট ভিত্তিক পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে।
দেশের সরকারি বিভিন্ন সেবা, ইন্টারনেট ভিত্তিক ব্যবসায়ের প্রচার-প্রসার ও ইন্টারনেট গ্রাহক বাড়াতে এ জাতীয় ইন্টারনেট সপ্তাহের আয়োজন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবারের ইন্টারনেট সপ্তাহের আয়োজন করেছে।
(এমআইআর/ ২১ মে ২০১৭)