নরসিংদীতে পুত্রের লাঠির আঘাতে পিতা নিহত
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুত্রের লাঠির আঘাতে পিতা নিহত হয়েছে।
রবিবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাড়ীতেই পিতা রোমান মিয়া (৭০)’র সাথে পুত্র হাবিব’র ঝগড়ার এক পর্যায়ে পুত্র বাঁশের লাঠি দিয়ে পিতার মাথায় আঘাত করলে পিতা মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বাড়ীর লোকজন ও পাড়া-প্রতিবেশীরা বৃদ্ধ পিতাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
(এসএইচএন/এসএএম/ ২৮ মে ২০১৭)