সারাদেশে লঞ্চ চলাচল শুরু
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঘূর্ণিঝড় মোরা দুর্বল হয়ে যাওয়ার পর সারাদেশে লঞ্চসহ নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আবহাওয়া অফিস ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখানোর পর গতকাল সোমবার বিকেল থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
ঝড়টি মঙ্গলবার সকালে উপকূল অতিক্রম শুরু করে। এটি এখন দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সেই সঙ্গে অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে ১০ নম্বর ও ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র পরিবহণ পরিদর্শক হুমায়ুন কবির মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমকে বলেন, কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর বিভিন্ন রুটের লঞ্চগুলো সদরঘাট পন্টুনে সচল হওয়া শুরু করেছে।
(এমআইআর/ ৩০ মে ২০১৭)