চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি

বিনিয়োগবার্তা ডেস্ক: বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বৃহস্পতিবার (০১ জুন) পর্দা উঠছে বিশ্বকাপের পরই মর্যাদাকর টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের।

লন্ডনের কেনিংটন ওভালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হবে দু’দল। ‘এ’ গ্রুপের এই ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ-ইংল্যান্ড উভয় দল।

গত বিশ্বকাপের পর থেকেই বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের পারফরমেন্সের গ্রাফটা উর্ধ্বমুখী। সর্বশেষ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে রানার্স-আপ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে লন্ডনে পা রাখে মাশরাফির নেতৃত্বাধীন দলটি।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর প্রস্তুতি হিসেবে দু’টি অনুশীলন ম্যাচে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করেও ২ উইকেটে ম্যাচ হারে টাইগাররা। আর গতকাল ভারতের দেয়া ৩২৫ রানের টার্গেটে ৮৪ রানেই নিজেদের গুটিয়ে নেয় বাংলাদেশ।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৯ বার একে অপরের বিপক্ষে লড়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। এরমধ্যে ইংলিশদের জয় ছিলো ১৫টি ম্যাচে, বাংলাদেশে জিতেছে ৪ ম্যাচে। তবে আইসিসি নকআউট বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র একবার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-ইংল্যান্ড। ২০০০ সালের দ্বিতীয় আসরে প্রি-কোয়ার্টার ফাইনালের ঐ ম্যাচে ৮ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, ও সানজামুল ইসলাম।

ইংল্যান্ড স্কোয়াড: ইয়োইন মরগান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, এ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড। খবর- বাসস।

(এমআইআর/ ০১ জুন ২০১৭)


Comment As:

Comment (0)