নারায়ণগঞ্জে রকেট লঞ্চারসহ বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে দুটি রকেট লঞ্চার, অর্ধশতাধিক রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা সোয়া ১১টায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল ইসলামের উপস্থিতিতে পুলিশ এ তথ্য জানায়।

তিনি জানান গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান শুরু হয়। অভিযান এখনো চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

এদিকে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, প্রথমে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তাঁর কাছে একটি রাইফেল পাওয়া যায়। তাঁর দেওয়া তথ্যের সূত্র ধরে পূর্বাচল ৫ নম্বর সেক্টরে অভিযানে যায় পুলিশ। আইজিপিসহ পুলিশ সদর দপ্তর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা রওনা হয়েছেন বলেও জানান তিনি।

(এমআইআর/ ০২ জুন ২০১৭)


Comment As:

Comment (0)